আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী আরো শক্তিবৃদ্ধি হলো। এবার আধুনিক এবং শক্তিশালী মিসাইলের সফল পরীক্ষামুলক উৎক্ষেপণের মাধ্যমে নিজেদের শক্তির প্রমাণ দিল ভারত। আজ বৃহস্পতিবার সকালে ওডিশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
জানা গিয়েছে, মিসাইলটি সঠিক এবং নিপুণভাবে টার্গেটকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই মিসাইল ভারতীয় সেনাবাহিনীর হাতে আসলে তাদের শক্তি আরো বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।
অত্যাধুনিক এই মিসাইলটি ইজরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। ক্ষেপণাস্ত্রটিতে মাল্টি ফাংশনাল সারভেইলান্স অ্যান্ড থ্রেট অ্যালার্ট রেডার বা MF STAR ব্যবস্থা রাখা হয়েছে। যা সাহায্য করবে কোনো ট্র্যাক করতে ও মিশাইলটিকে পথপ্রদর্শন করতে।
DRDO কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আকাশপথে যে কোনো ধরনের হামলা রুখে দেয়ার ক্ষমতা রয়েছে এই মিসাইলটিতে। ফলে পাকিস্তান কিংবা চীনের, যে কোনো হামলা চোখের নিমিষেই আটকে দিতে সক্ষম ভারতীয় সেনাবাহিনীর নয়া প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের মাধ্যমে।
৩০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই