আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া শেষ করল আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান। মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে এমনটাই তথ্য জানানো হয়েছে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ্টন কার্টার বলেছিলেন, পিয়ংইয়ং’এর উস্কানির বিরুদ্ধে সমন্বয় উন্নয়ন করার লক্ষ্য নিয়ে ত্রিদেশীয় এই মহড়া চালানো হবে।
মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্যাসিফিক ড্রাগন বা পিডি নামের দ্বিবাৎসরিক মহড়া তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত মহড়া চলেছে। হাওয়াইয়ের কাউয়াই’এর প্রশান্ত মহাসাগরীয় ক্ষেপণাস্ত্র কেন্দ্র বা পিএমআরএফ চালানো এই মহড়ার সমাপ্তি ঘোষণা করেন মার্কিন তৃতীয় নৌবহরের কমান্ডার।
অ্যাজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ও ডাটা সংগ্রহের সক্ষমতা মহড়ায় পরীক্ষা করা হয়েছে। অবশ্য মহড়া চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নি বলে জানানো হয়েছে। পিয়ংইয়ং’এর সফল হাইড্রোজেন বোমা পরীক্ষা এবং কক্ষপথে উপগ্রহ স্থাপনসহ ক্ষেপণাস্ত্র তৎপরতাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মুখে এই মহড়া চালানো হলো।
৩০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই