আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা যা বলতে বলে পশ্চিমা দেশের বেশিরভাগ কর্মকর্তা তাই বলে। অস্ট্রেলিয়ার এসবিএস টেলিভশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, “সিরিয়া ইস্যুতে অস্ট্রেলিয়ার সরকারি বিবৃতি ও অস্ট্রেলিয়ার সরকারি অবস্থান সাংঘর্ষিক। পশ্চিমা দেশগুলোর এ অবস্থান অনেকটা অভিন্ন এবং তাদরে দ্বৈতনীতিরই বহিঃপ্রকাশ। পশ্চিমারা আমাদেরকে রাজনৈতিকভাবে আক্রমণ করে পরে আবার তাদের কর্মকর্তাদেরকে টেবিলের নিচ দিয়ে চুক্তি করার জন্য পাঠান।”
প্রেসিডেন্ট বাশার আসাদের এ সাক্ষাৎকার আগামীকাল (শুক্রবার) সম্প্রচার হওয়ার কথা রয়েছে। এতে তিনি পরিষ্কার করে বলেছেন, “পশ্চিমা সরকারগুলো চায় না আমেরিকা হতাশ হোক, সে কারণে তারা সবাই আমেরিকার কথামতো কাজ করে।” আগামীকাল বাশার আসাদের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রেসিডেন্টের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেয়া হবে।
৩০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই