আন্তর্জাতিক ডেস্ক : টাকার বিনিময়ে একাধিক পুরুষের হাতফেরি হয়েছেন তিনি। ভারতের বিহারের সাসারাম থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে তিনবার বিক্রি করা হয়েছে তাকে। বিক্রি করা হয়েছে উত্তরপ্রদেশের হরদই জেলাতে। শুধু তাই নয়, চতুর্থ বারও বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন বিহারের সাসারামের বাসিন্দা এক যুবতী। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরদইতে।
২৩ বছরের ওই যুবতী জানিয়েছেন, চতুর্থবার বিক্রি হওয়ার সময় তিনি চিৎকার শুরু করেন। যথাসময়ে পৌঁছায় পুলিশ। একটি মহিলা থানায় নিয়ে আসা হয় তাকে। যুবতীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তার বক্তব্য অনুযায়ী জানা যায়, বিহারের সাসারামের রাজপুরে বাড়ি তার। তাকে হরদইয়ের পিহানী এলাকায় কাজ দেওয়ার নাম করে নিয়ে আসা হয়। যদিও কে তাকে এখানে নিয়ে আসে তা জানা যায়নি। হরদইয়ের মবৌয়া গ্রামে পরশুরাম গুপ্তা নামে এক ব্যক্তির কাছে মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয় তাকে। এরপরই শুরু হয় বেচাকেনার পালা। একাধিকবার হাতবদলি হন তিনি। চতুর্থ বার বিক্রির সময় সময় চিৎকার করে ওঠেন তিনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস