আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাস সৃষ্টি করে প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান৷ ট্যাক্সি চালকের ছেলের হাত ধরে আবারো নজির৷ মেয়র সাদিক খানের অনুরোধে এবার লন্ডনের ডেপুটি মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল৷ মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে ভারত-পাকিস্তান জুটি মিলেই মহানগরী লন্ডনের নাগরিক প্রশাসনের দায়িত্ব সামাল দেবেন৷
লন্ডনের ডেপুটি মেয়র রাজেশ আগরওয়ালের আত্মীয়রা থাকেন মধ্যপ্রদেশের ইন্দোরে৷ ৩৯ বছরের মধ্যেই তিনি কোটিপতি ব্যবসায়ী৷ ইন্দোর থেকে লন্ডন গিয়ে বিদেশী মুদ্রা বিনিময়সংক্রান্ত কোম্পানি খুলেছিলেন তিনি৷ ক্রমে সেই কোম্পানি ব্যবসা বাড়িছে৷ গত বছর রাজেশের কোম্পানির ব্যবসা ছিল ১.৩ কোটি পাউন্ড৷
লেবার পার্টির নেতা সাদিক খান ও রাজেশ আগরওয়ালের বন্ধুত্ব অনেকদিনের৷ মেয়র পদে নির্বাচনের সময় সাদিক খানের ব্যবসায়িক উপদেষ্টা ছিলেন রাজেশ আগরওয়াল৷ তার দক্ষতার উপর ভরসা করেছিলেন সাদিক খান৷ বন্ধুকে ডেপুটি মেয়র করার পিছনে মেয়র সাদিকের যুক্তি, অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামাল দেবেন ডেপুটি মেয়র রাজেশ৷
ব্রেস্কিট গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার রায়ে টালমাটাল ইউরোপ৷ লন্ডনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে রাজেশ আগরওয়ালের যুক্তি, মেয়র সাদিক খানের সঙ্গে উপযুক্ত পরামর্শ করে লন্ডনকে আরো বড় বাণিজ্য নগরীতে পরিণত করার চেষ্টা করব৷ কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে৷
১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই