আন্তর্জাতিক ডেস্ক : স্কুল ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র। আজ ১ জুলাই শুক্রবার ভারতের জামশেদপুরের এক স্কুলের ছাত্র বয়স মাত্র তার ১৩ বছর। আর এই কিশোরের ব্যাগ থেকে গুলি ভর্তি পিস্তল উদ্ধার করলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় উদ্বিগ্ন পুলিশসহ সারা দেশ।
ফের স্কুলছাত্রের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ডের শিল্পনগরী জামশেদপুর। এদিন সকালে সোনারি এলাকার খুন্টাডির আরএমএস স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন, অষ্টম শ্রেণির এক ছাত্র স্কুলে পিস্তল নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে ক্লাসরুম তল্লাশি অভিযানে নামেন শিক্ষক ও স্কুলকর্মীরা। শেষে অষ্টম শ্রেণির ওই ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার করা হয় দেশি পিস্তল এবং গুলি। সোনারি থানার ওসি অনুপ টি ম্যাথিউ জানিয়েছেন, গ্রেফতারকৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে দয়ানন্দ পাবলিক স্কুলের ভিতরে একাদশ শ্রেণির এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রের সহপাঠী অমিত কুমারের ব্যাগ থেকে পাওয়া যায় দু'টি পিস্তল এবং গুলি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলের একটি গত ১৬ জুন সরাইকেলা-খরসোয়ান জেলার তফসিলি জাতিভুক্ত সাবেক কংগ্রেস সভাপতি শাহ বাবু ওরফে ভূদেশ্বর মুখিকে হত্যায় ব্যবহার করা হয়েছিল।
ওই ঘটনার আগে জামশেদপুর শহরতলির পরশুডি এলাকার এক স্কুলছাত্রের ব্যাগ থেকেও পাওয়া গিয়েছিল আগ্নেয়াস্ত্র। সেই ছাত্রদের পুলিশ হেফাজতে নিয়ে প্রশ্ন করা হচ্ছে কীভাবে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র পেয়েছে তারা?-টাইমস অফ ইন্ডিয়া
১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই