আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউজ সূত্রে একথা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাস দমন বিষয়ক সহকারী লিসা মোনাক এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন; এসময় প্রেসিডেন্ট ওবামাকে সার্বিক পরিস্থিতি জানানো হবে।
এছাড়াও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা ঢাকার গুলশানের জিম্মি পরিস্থিতির সম্পর্কে অবগত আছি।’
এর আগে হামলার ঘটনাটি বারাক ওবামাকে অবহিত করা হয়েছে। জানার পর তিনি হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার দিবাগত রাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশের রাজধানী ঢাকায় হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, পরিস্থিতির উন্নতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট।
এছাড়াও ঢাকায় মার্কিন দূতাবাসের সব কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবাইকে নিরাপদ অবস্থানে থাকার এবং এ সংক্রান্ত খবর পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জিম্মি পরিস্থিতিকে এখনও পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন।
ইতিমধ্যেই অস্ত্রধারীদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
এদিকে, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাইছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে। গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।
২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস