শনিবার, ০২ জুলাই, ২০১৬, ১২:২০:৩৩

গুলশানে হামলার ঘটনায় ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে রেড এলার্ট জারি

গুলশানে হামলার ঘটনায় ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় জিম্মি পরিস্থিতি সৃষ্টির ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে। সর্বশেষ ১২ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাল রাত সাড়ে ৯টা নাগাদ বাংলাদেশের হাই সিকিউরিটি জোন গুলশান-এর একটি বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। পণবন্দি করা হয় কমপক্ষে ২০ জনকে। যাদের বেশিরভাগই ভিনদেশি নাগরিক।

বিভিন্ন সংবাদমাধ্যম ও বেরসকারি সূত্রে খবর, ১২ জন পণবন্দিকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি মৃতদেহ। তবে, সেই মৃতদেহগুলি কাদের? জঙ্গিদের নাকি পণবন্দিদের? সে সম্বন্ধে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, একজন জঙ্গিকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। চলছে ব্যাপক তল্লাশি। অন্যদিকে, সংবাদ সংস্থা AFP জানিয়েছে,

এদিকে, পড়শি দেশে ভয়াবহ জঙ্গি নাশকতার জেরে উদ্বিগ্ন নয়াদিল্লি। বিএসএফ-এর DG-র সঙ্গে কথা বলেছেন স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। LOC-তে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে