আন্তর্জাতিক ডেস্ক: গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে হামলার ঘটনায়এক টুইট বার্তায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
হামলার পর টুইট বার্তায় তিনি হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কখনই এ ধরনের হামলায় ভীত হয়ে মাথা নত করব না। এছাড়া টুইটে তিনি ভেতরে আটকে পড়া জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন।
হিলারির টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, তার সর্বশেষ টুইটটি তিনি গুলশান হামলার পরপরই করেছেন।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর