আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার ছিল রমজানের শেষ জুমা বা আখেরি জুমা। ওইদিন রাতে মক্কার পবিত্র কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববীতে প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করেন। এদের মধ্যে অনেক বিদেশিও ছিলেন যাদের অধিকাংশই ওমরাহ পালনের জন্য সৌদি সফর করছেন। সুষ্ঠুভাবে প্রার্থণা সম্পন্ন করার জন্য মসজিদে অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হয়েছিল।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার কাবা শরিফে এশা ও তারাবিহ আদায় করেন প্রায় ২০ লাখ মানুষ। মসজিদে নব্বীতে এশা ও তারাবিহ পড়েছেন আরো ১০ লাখ মানুষ। নামাজ শেষে মুসল্লিরা পরম করুনাময় আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও অনুগ্রহ এবং শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ উপলক্ষে মসজিদ দুটোতে নিরাপত্তা জোরদার করেছিল সৌদি কর্তৃপক্ষ।নিয়োগ করা হয়েছিল অতিরিক্ত জনবল। নামাজ আদায়ের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর