শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০৮:২১:৫১

কে এই ভারতীয় তরুণী, যে প্রাণ হারাল জঙ্গি হামলায়?

কে এই ভারতীয় তরুণী, যে প্রাণ হারাল জঙ্গি হামলায়?

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সন্ত্রাস হানায় নিহত পণবন্দিদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। নিহতের নাম তারুশি জৈন। টুইটে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

টুইটে তিনি লিখেছেন,  একথা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঢাকায় যাদের পণবন্দি করা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় মহিলা তারুষি জৈন। তাঁকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। তারুষির বাবা সঞ্জীব জৈনের সঙ্গে আমার কথা হয়েছে। জৈন পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহুর্তে তাঁদের পাশে রয়েছে গোটা দেশ।-২৪ঘণ্টা
২ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে