রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০২:০৮:২৩

কে জানত তারিশির পরিণতি হবে এমন মর্মান্তিক!‌

কে জানত তারিশির পরিণতি হবে এমন মর্মান্তিক!‌

নিউজ ডেস্ক : বয়স ১৯। আমেরিকায় পড়াশোনা করেন। ভারতীয় হলেও বাবা–‌মা থাকেন ঢাকায়। সেখানে পোশাকের ব্যবসা। ঢাকার আমেরিকান স্কুল থেকে পাস করে বার্কলে বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন তারিশি। ঢাকায় ফিরেছিলেন ছুটি কাটাতে।‌ ছুটির মেজাজেই গিয়েছিলেন শুক্রবার রাতে গুলশানের নামী রেস্তোরাঁটিতে।

কে জানত, তার পরিণতি হবে এমন মর্মান্তিক!‌ ঢাকায় জঙ্গিহানায় নিহত বিদেশি জিম্মিদের মধ্যে রয়েছেন ভারতের একজন নাগরিক। তিনি এই তারিশি। তারিশি জৈন। দিল্লি থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার বিকেলে টুইট করেন:‌ ‌অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, যে ঢাকায় সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন তারিশি নামের এক ভারতীয় তরুণী।‌ ওর বাবা সঞ্জীব জৈনের সঙ্গে কথা বলেছি। আন্তরিক সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে সারা দেশ ওদের সঙ্গে আছে।

গত রাতে গুলশানে আর্টিজান বেকারিতে হামলার পর থেকে উৎকণ্ঠার প্রহর গুনছিলেন তারিশির বাবা–‌মা। সকালে রেস্তোরাঁটি জঙ্গিমুক্ত করার অভিযান শেষে রেস্তোরাঁর বাইরে হাজির ছিলেন তারা। অভিযানের পর প্রশাসন তাদের নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ‌‌কিন্তু শেষ পর্যন্ত এলো সেই খারাপ খবর। একটি পরিবারকে বিপর্যস্ত করে দেওয়ার জন্য যা যথেষ্ট।

২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে