রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৩:২৫:২৪

সন্ত্রাসীরা কখনোই মুসলিম হতে পারে না : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সন্ত্রাসীরা কখনোই মুসলিম হতে পারে না : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।

গতকাল (শনিবার) এক টুইটে তিনি এ দু:খ প্রকাশ করেন।

টুইটারের খুদে বার্তায় তিনি জানান,  ‘পৃথিবীর সবাইকে একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে হবে। মুসলিম হিসেবে আমরা সবাই সন্ত্রাসবাদের সাথে যুক্ত মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। নেই কোনো জাতি। সন্ত্রাসীরা কখনোই মুসলিম নয় এবং মুসলিম বিশ্বে তাদের কোনো স্থান নেই।’

এ সময় বাংলাদেশি মানুষের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে