আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে শনিবার ই-মেইল সংক্রান্ত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির নিরাপত্তা সংস্থা এফবিআই। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এফবিআই কার্যালয়ে ওই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা ধরে এফবিআই কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ও তাঁর সহযোগীরা সরকারি গোপনীয় তথ্য ব্যক্তিগত ই-মেইল সার্ভারের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শনিবার এ বিষয় নিয়েই হিলারির সঙ্গে আলাপ করেছে এফবিআই। তবে হিলারি গোপনীয় তথ্য পাঠাতে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন। এফবিআইকে তিনি বলেছেন, বেশ কয়েকটা মোবাইল ফোন ও ট্যাবলেটে কাজ করার চেয়ে নিজের একটা ব্ল্যাকবেরি ফোন থেকেই সব কাজ একবারে করাটা অনেক সহজ। তাই কাজের সুবিধার জন্য নিজের ব্ল্যাকবেরি থেকে ব্যবহারের জন্য কিছু বিশেষ ই-মেইল ঠিকানা তৈরি করেন।
এদিকে তার মুখপাত্র নিক মেরিল বলেছেন, শনিবার সকালে স্বেচ্ছায় এফবিআই কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন হিলারি। তিনি আরো বলেছেন, এভাবে বিচার বিভাগকে সহযোগিতা করার সুযোগ পেয়ে হিলারি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে এফবিআই কিংবা মার্কিন বিচার বিভাগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ নিয়ে কোনো মন্তব্য করেননি হিলারিও। জিজ্ঞাসাবাদে তার আইনজীবী উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনাটি মার্কিন নির্বাচনে তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে হিলারির।
৩ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস