সোমবার, ০৪ জুলাই, ২০১৬, ০১:৪১:৫৮

পুলিশের সাহায্যে জেলে বসেই প্রেম, জেলেই বিয়ে

 পুলিশের সাহায্যে জেলে বসেই প্রেম, জেলেই বিয়ে

স্পোর্টস ডেস্ক: বলিউডের চোখ ধাঁধানো সুন্দরী মনিকা বেদীর সঙ্গে এক দশক আগে পতুর্গালে ধরা পড়েছিল মুম্বই বিস্ফোরণ-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত গ্যাংস্টার এবং দাউদ ইব্রাহিমের অন্যতম ডানহাত আবু সালেম। ভারত সরকারের হাতে প্রত্যপর্ণের পর আপাতত জামিনে বাইরে আছেন মনিকা। আবু সালেমের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগও করেছেন তিনি।

কিন্তু, থেমে নেই আবু সালেম। মুম্বইয়ের একসময়ের ত্রাস যে জেলে বসেই তার প্রভাব বজায় রেখেছে, তা প্রমাণ হয়ে গিয়েছে সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে। এমনকী প্রমাণিত হয়েছে, কয়েদি জীবনের মধ্যেই প্রেম করে বিয়েও সেরে ফেলেছে সে।

সৈয়দ বাহার কৌসর নামে এক বছর বাইশের এক তরুণীকে আবু সালেম নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রেমপর্ব চালিয়েছে এবং তাঁকে বিয়েও করেছে। শুধু বিয়ে করা নয়, সৈয়দ বাহার কৌসরের সঙ্গে আবু সালেম যে নিয়মিত জীবনযাপন করছে এবং স্ত্রীর বাপের বাড়ির লোকেদের এবং নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ট্রেন জার্নি করেছে, তার প্রমাণও মিলেছে বলে দাবি করেছে একটি সংবাদমাধ্যম।

টাডা আইনে বন্দি, গায়ে জঙ্গির তকমা। তার পরও আবু সালেম এমনভাবে নিরাপত্তা বূহ্যকে নিজের নিয়ন্ত্রণে আনল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্সক্লুসিভ সমস্ত ছবি প্রকাশ করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বই পুলিশকে এই নিয়ে প্রশ্ন করা হলেও তারা কোনও সদুত্তর দিতে পারেনি।

সম্প্রতি সৈয়দ বাহার কৌসর নামে বছর বাইশের ওই তরুণী আবু সালেমের সঙ্গে বিয়ে করতে চেয়ে আদালতে আবেদনও জানিয়েছেন এবং এই আবেদন আদালত না মানলে আত্মহত্যারও হুমকি দেন তিনি। টাডা আদলতে সেই আবেদন এখন বিবেচনার পর্যায়ে আছে।

কিন্তু, মুম্বইয়ের ওই বিশেষ সংবাদমাধ্যমের দাবি, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসেই চলন্ত ট্রেনে আবু সালেম ও সৈয়দ বাহার কৌসর বিয়ে করেছে এবং সেই বিয়েতে দু’পক্ষের সকলেই হাজির ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা সেই ছবিও তুলে দেয়।

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত সব ছবিতে দেখা যাচ্ছে ২০১৩ সাল থেকেই সৈয়দ বাহার কৌসরের সঙ্গে আবু সালেমের একাধিকবার দেখা শুধু হয়নি, আবু সালেমকে যখনও ট্রেনে করে অন্যত্র নিয়ে যাওয়া হত আদালতে পেশের জন্য তখন গ্যাংস্টারের সঙ্গে সৈয়দ বাহার কৌসরকেও দেখা গিয়েছে। অভিযোগ, আবু সালেমকে নিরাপত্তা কর্মীরা মোবাইল ফোনও দিয়েছে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে।

বলা হচ্ছে, আদালতের কাছে কৌসর যে দাবি করেছেন, তা সবৈব মিথ্যা। কারণ বিয়ের বাহানা দিয়ে কৌসর আসলে সালেমের জামিনের রাস্তা তৈরির চেষ্টা করছেন।

সৈয়দ বাহার কৌসরের সঙ্গে জেলের মধ্যে দেখা হয়েছিল আবু সালেমের। কৌসরকে বলিউডে ব্রেক পাইয়ে দেবে বলে আলাপ শুরু করেছিল সে। সেখানেই থেকেই সম্পর্ক প্রেমে গড়ায়।-এবেলা
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে