স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশতকে কেন্দ্র করে মুহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন এক মুসলিম নেতা।
ভারতের উত্তর প্রদেশের সিনিয়র মন্ত্রী এবং সপা নেতা মুহাম্মদ আজম খান ঘটনার জেরে মোদি সরকারকে বেশ কিছু পদক্ষেপ নেয়ার জন্য বক্তব্য দিয়েছেন। এক ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আজম খান ওই বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন বাদশাহর মতো কাজ করছেন। তিনি স্মার্ট সিটি তৈরি করছেন, যদিও প্রয়োজন হল গ্রামকে স্মার্ট বানানো।’
আজম খান ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘মোদি সরকার কেবলমাত্র পুঁজিবাদীদের সরকার এবং দেশে শোরগোল ছাড়া কিছু হচ্ছে না। বিজেপি গরু এবং গঙ্গার নামে দেশকে বোকা বানাচ্ছে। যদি তারা এতই গরু ভক্ত হয়, তাহলে পাঁচ তারা হোটেলে ‘বিফ’ পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করে দেখাক।’
উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশতকে কেন্দ্র করে মুহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করার পরে গত অক্টোবরে আজম খান বলেছিলেন, ‘গো-ভক্তরা যেন এবার থেকে কোনো হোটেলে মেনুতে গরুর গোশতের মূল্য না লিখতে দেয়। যদি এ রকম হয় তাহলে এ ধরণের সমস্ত ফাইভ স্টার হোটেলকে ভেঙে ফেলুন যেরকম আপনারা বাবরী মসজিদকে ধ্বংস করেছিলেন।’
আজম খান সে সময় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে গরুর গোশতের পাশাপাশি অবিলম্বে গরু থেকে তৈরি পণ্য, ওষুধ, পার্স, বেল্ট, জুতো ইত্যাদি বাজার থেকে দ্রুত প্রত্যাহার করে এর বিরোধিতাকারীদের গরু হত্যায় দোষী সাব্যস্ত করে সাজা দেয়ার দাবি তুলেছিলেন।-তথ্যসূত্র: পারসটুডে
৩ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর