সোমবার, ০৪ জুলাই, ২০১৬, ০৩:৫৯:৪৭

স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ভাঙতে পারে

স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ভাঙতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী বন্ডের দামে নেতিবাচক প্রবণতার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে।  এর ধারাবাহিকতায় আগামী ১৮ মাসে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভাঙতে পারে।

সুইস এশিয়া ক্যাপিটালের সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা জুয়ের্গ কেইনার সোমবার এ পূর্বাভাস দিয়েছেন।

২৩ জুন যুক্তরাজ্যের বেক্সিট ভোটের পর বর্তমানের অনিশ্চিত বিনিয়োগ পরিবেশের কারণে বিনিয়োগকারীরা মূল্যবাণ এই মেটালে বিনিয়োগ করাকেই নিরাপদ বোধ করবেন বলে আশা করা হচ্ছে। স্বর্ণে বিনিয়োগকে অন্যতম নিরাপদ মনে করা হয়।

এশিয়ায় সোমবার সকালে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১৩৫০ ডলারে।   চলতি বছরের শুরু থেকে এই দাম প্রায় ২৭ ভাগ বেশি।

২০১১ সালের আগস্টে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ১৯০০ ডলারে উঠেছিল। সূত্র: সিএনবিসি
০৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে