আন্তর্জাতিক ডেস্ক : মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে গ্রেফতার করার দাবি জানিয়েছে বিজেপি এবং জেডিইউ।
ভারতের হায়দ্রাবাদ থেকে আইএসআইএল সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া সন্দেহভাজন ৫ যুবককে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেয়ার অভিযোগে ওয়াইসির বিরুদ্ধে রোববার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করার জন্য মেরঠের এক আদালতে আবেদন করা হয়েছে। খবর প্যারিস টুডে।
তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করতে হবে বলে রাজ্যের ক্ষমতাসীন টিআরএস সরকারের কাছে দাবি জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভির অভিযোগ, ‘ওয়াইসি সন্ত্রাসীদের অক্সিজেন দিচ্ছেন এবং তাকে চরমপন্থীদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে।’ বিজেপি নেতাদের অভিযোগ, ‘ওয়াইসি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইএসকে মদদ করছেন। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।’
বিজেপির জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মার দাবি, ‘তদন্তকারী সংস্থার উচিত ওয়াইসির বিরুদ্ধে পদক্ষেপ করা। যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের নিন্দা করা প্রয়োজন।’
তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং এক ধাপ এগিয়ে ‘মিম’ দলের স্বীকৃতি বাতিল করার দাবি তুলেছেন।
অন্যদিকে, জনতা দল ইউনাইটেড বা জেডিইউ মুখপাত্র অজয় অলোকও ওয়াইসিকে গ্রেফতার করার দাবি তুলেছেন।
আসাদউদ্দিন ওয়াইসি অবশ্য গ্রেফতার হওয়া যুবকদের আইনি সহায়তা দেয়ার কথা ‘অতিরঞ্জিত’ করে দেখানো হচ্ছে বলে দাবি করেছেন।
হায়দ্রাবাদের করুণা সাগর নামে এক আইনজীবী হায়দ্রাবাদের সারুর নগর থানায় ওয়াইসির বিরুদ্ধে মামলা করার দাবি করেছেন। যদিও সরুর নগর থানার পরিদর্শক এস লিগেইয়া বলেন, ‘আমরা হায়দ্রাবাদের সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যদিও এখনো মামলা দায়ের করা হয়নি। এ নিয়ে আইনি পরামর্শ নেয়া হচ্ছে।’
অন্যদিকে, উত্তর প্রদেশ বার কাউন্সিলের সদস্য অনিল কুমার বকশি আদালতে ওয়াইসির বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন। তার মতে, ওয়াইসির বিবৃতি দেশদ্রোহের সমান এবং তিনি সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছেন।
অনিল কুমার বলেন, ‘শনিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন দায়ের করে ওয়াইসির বিরুদ্ধে বিভিন্ন ধারার মামলা দায়ের করার অনুরোধ জানিয়েছি। আদালত এ ব্যাপারে ৬ জুলাই শুনানির দিন ধার্য করেছে।’
‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি অবশ্য আগেই জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কর্তৃক গ্রেফতার ৫ যুবকের আইনি সহায়তা সংক্রান্ত বিবৃতি প্রসঙ্গে সাফাই দিয়ে বলেছেন, ‘মিডিয়া তাকে ভুলভাবে উপস্থাপন করছে। মুম্বাই হামলায় দোষী আজমল কাসবও আইনি সুবিধা পেয়েছিল। সুতরাং, আমি যদি তাদের (৫ যুবকদের) আইনি সহায়তা নাও দিই আদালত তাদের জন্য আইনজীবী নিযুক্ত করবে।’
ওয়াইসি আরো বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সমস্ত অভিযুক্তরা আইনি সহায়তা পাওয়ার অধিকারী এবং আমাদের দেশের বিচার বিভাগ এভাবেই কাজ করে। তাছাড়া ওই যুবকদের পরিবারও আমাকে জানিয়েছে তারা নির্দোষ। এ ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবে তারা দোষী কি না। আদালতের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।’
যদিও এ নিয়ে বিজেপি এবং জেডিইউ নেতারা ওয়াইসিকে গ্রেফতারের দাবিতে জোরালো তৎপরতা শুরু করেছেন।
৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই