আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে পবিত্রতম স্থান হিসেবে খ্যাত সৌদি আরবের মদিনায় মহানবী (সা.) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে সোমবার আত্মঘাতী বোমা হামলা হয়। হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়াকে উদ্ধৃত করে রয়টার্স ও আল জাজিরা টেলিভিশন সোমবার রাতে এই খবর দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।
জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলার দিনই মদিনায় এই আত্মঘাতী বোমা হামলা। একই দিনে কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয় বলে আল জাজিরা জানায়।
৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস