বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৬:৪৭:৩১

মুসা জঙ্গি বা দেশদ্রোহী হলে উপযুক্ত শাস্তি চাইছি : মুসার বাবা

মুসা জঙ্গি বা দেশদ্রোহী হলে উপযুক্ত শাস্তি চাইছি : মুসার বাবা

অঘ্য ঘোষ, কলকাতা থেকে : পাড়ায় ঢোকার মুখে ছোট ছোট জটলা। দশ-বারো জনের ভিড় বাড়ির সামনেও। কিন্তু মঙ্গলবার পশ্চিমবঙ্গের বীরভূমের লাভপুর ব্লক অফিস লাগোয়া রেজিস্ট্রি অফিসপাড়ার সেই জটলা ‘মুসা’কে নিয়ে মুখ খুলতে নারাজ। বড় জোর ‘চিনি’ বা ‘পাড়াতেই বাড়ি’—এটুকু বলেই পাতলা হয়ে গিয়েছে ভিড়।

মুসা বা শেখ মসিউদ্দিন মিঞাকে সোমবার রাতে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে আটক করে পুলিশ। পরে কলকাতায় এনে তাকে গ্রেফতার করে সিআইডি। রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দা নাসিমউদ্দিন মিঞা সে খবর পান এলাকার মসজিদের ইমামের কাছে। ইমামের সহকারী নাসিমউদ্দিনেরই মেজ ছেলে মুসা।

মসজিদেই দেখা নাসিমউদ্দিনের সঙ্গে। নামাজের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বছর বাষট্টির বৃদ্ধ। জানালেন, পাঁচ ছেলে তার। বছর আঠাশের মুসা স্থানীয় স্কুল থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে পাস কোর্সে ভর্তি হয়। কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করেনি। বড় ভাই মিনহাজউদ্দিন ও সেজ ভাই আসাদুল্লার মতো মুসাও কর্মসূত্রে সপরিবার বাইরে থাকে। তবে নাসিমউদ্দিনের ছোট দুই ছেলে লাভপুরেরই এক মাদ্রাসায় পড়ছে।

বছর সাতেক আগে পাড়া থেকে বড়জোর আধ কিলোমিটার দূরে পশ্চিমপাড়ায় বিয়ে হয় মুসার। স্ত্রী সায়রা বানুকে নিয়ে পাঁচ বছর আগে সে এলাকা ছাড়ে। নাসিমউদ্দিনের দাবি, ‘সে সময় মুসা বলেছিল, তামিলনাড়ুতে যাচ্ছে। পরে জানিয়েছে, ওখানে মুদির দোকান খুলেছে ও।’ তিনি জানান, এখন দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে মুসা বছরে দু’-এক বার লাভপুরে আসে। তবে শ্বশুরবাড়িতে ওঠে। শেষ এসেছিল মাস চারেক আগে। নাসিমউদ্দিনের কথায়, ‘দিন দশেক আগে ফোন করে মুসা ঈদে আসবে বলেছিল। তাই আশায় ছিলাম, এ বার শ্বশুরবাড়িতে এলে হয়তো বাড়িতেও আসবে!’

লাভপুর-পশ্চিমপাড়ায় মুসার শ্বশুরবাড়িতে এ দিন দেখা মিলেছে শাশুড়ি আনাবিবির। তিনি জামাইয়ের ব্যাপারে মুখ খোলেননি। তবে পশ্চিমপাড়ার বাসিন্দাদের একাংশের দাবি, শ্বশুরবাড়িতে মুসার কাছে বাইরের লোকজন যাতায়াত করত। মুসা তাদের ‘বন্ধু’ বলে পরিচয় দিত।

মসজিদ থেকে ঢিলছোড়া দূরত্বে নাসিমউদ্দিনের বাড়ি। দোতলা, তবে প্লাস্টার হয়নি। সেখানে মুসার মা জাকিরাবিবি বললেন,‘স্বামী ধর্মপ্রাণ মানুষ। ওর আয়েই সংসার চলে। বড় তিন ছেলেই মাঝে মাঝে কিছু টাকা পাঠায়। মুসাও পাঠায়। কিন্তু আমরা জানতাম, সেটা মুদি দোকানের আয়।’

স্ত্রী কথা সাথে নাসিমউদ্দিন জুড়লেন, ‘ছেলে জঙ্গি কি না, জানি না। তবে ও যদি জঙ্গি বা দেশদ্রোহী কোনও কাজের সঙ্গে জড়িত থাকে, তা হলে বাবা হয়ে ওর উপযুক্ত শাস্তি চাইছি।’’

৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে