আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রী হতে গেলেনও সাইকেলে। মন্ত্রী হয়ে ফিরলেনও সাইকেলে। ভারতের বর্তমান মোদি সরকারের দুই নতুন মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া ও অর্জুন মেঘওয়াল অনেক দিন ধরেই সাইকেল চড়ে সংসদে যান। আজও তার অন্যথা করেননি।
সকালে শপথ নেওয়ার জন্য সাইকেল চেপেই গেলেন রাষ্ট্রপতি ভবনে। নতুন মন্ত্রীকে নিরাপত্তা দিতে দিল্লি পুলিশও গাড়ি ছেড়ে বাইকে চেপে পথ দেখিয়ে নিয়ে যান। কারণ, নতুন মন্ত্রীদের সাইকেলে দেখে জনতা ও সমর্থকদের রাস্তায় উৎসাহের কোনও খামতি ছিল না।
মঙ্গলবার সকাল ১১টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার ১৯ জন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সদস্য সংখ্যা বেড়ে বর্তমান মন্ত্রিসভা দাঁড়িয়েছে ৭৮ জনে।
এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে জানানো হয়, দেশের ১০টি রাজ্য থেকে নতুন ১৯ জনকে মন্ত্রী করা হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশ ও গুজরাটের রয়েছেন ৩ জন করে।
৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস