আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও হাসি-আনন্দের মধ্যদিয়ে আজ (বুধবার) সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
এদিন রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরা জাতীয় মসজিদে সকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।
জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।
এদিকে ঈদুল ফিতর উদযাপনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর