আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বিতর্কিত রাজনীতিক ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানিকে। দুই বছর শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি একের পর এক বিতর্কের জন্ম দেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় যে বড় ধরনের রদবদল এনেছেন তাতে স্মৃতি ইরানির জায়গা হয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।
স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। উচ্চশিক্ষিত না হয়েও তিনি ভারতের মত একটি বিশাল দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব কীভাবে পেলেন তা নিয়ে জোর সমালোচনা হয়েছে।
স্মৃতিকে সরিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে প্রকাশ জাভেদকারকে।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম