আন্তর্জাতিক ডেস্ক : ওরা দুই জমজ ভাই। শিকার হয় আইএসের ব্রেন ওয়াশের। বিষয়টি জানার পরে বাঁধা দেয় তাদের মা। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে যায় দুই জমজ ভাই।
জানার পরে বাধা হয়ে দাঁড়ান তাদের মা। পরে দুই ছেলে খালেদ ও সালেহ আল ওরানি তার মাকে হত্যা করে আইএসএ যোগ দেয়।
রয়টার্স জানিয়েছে এই তথ্য। গত ২৪ জুন রিয়াদে নিহত হন হাইলা(৬৭) নামের এক নারী। দুই আইএস অনুসারী ছেলে হত্যা করেছে তাদের বৃদ্ধ মাকে। দুই ভাইয়ের হামলায় গুরুতর আহত হন তাদের বাবা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের মাকে হত্যার অভিযোগ এসেছে। আইএসে যোগ দিতে যাওয়ার পথে ইয়েমেন সীমান্ত থেকে ২০ বছর বয়সী দুই ভাইকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর