বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৪:৩৮:২৮

এক শর্তে জাকির নায়েকের প্রচারে নিষেধাজ্ঞা দেবে ভারত!

এক শর্তে জাকির নায়েকের প্রচারে নিষেধাজ্ঞা দেবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নাগরিক ডাঃ জাকির নায়েক। গুলশানে জঙ্গি হামলার পরে আলোচনায় আসেন তিনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জাকির নায়েকের বিষয়ে কথা বলেছেন।

রিজিজু বলেছেন, একটি শর্তে জাকির নায়েকের ইসলাম প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করতে আমরা। তিনি বলেন, ঢাকার গুলশানের ঘটনায় জঙ্গি ইস্যুতে সম্পৃক্ত তার অনুসারী। এটা আমরা জানতে পেরেছি।

আমরা জাতীয় নিরাপত্ত্বার বিষয় নিয়ে ভাবছি। বাংলাদেশ থেকে যদি আমরা জাকির নায়েকের বিষয়ে কোনো অনুষ্ঠানিক অভিযোগ পাই তাহলে আমরা তার উপর নিষেধাজ্ঞা জারি করব।

কিরেন বলেন, জাকির নায়েক ধর্ম প্রচারের সাথে অন্য কিছু প্রচার করছেন কিনা তা খতিয়ে দেখা হবে। ধর্ম প্রচারের নামে গণমাধ্যমে যা প্রচার হচ্ছে তা খতিয়ে দেখা হবে।

কিন্তু বলেন, মুম্বাইয়ে জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিচার্স ফাউন্ডেশন বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়া হবে। কানাডা ও উইকেতে তার ফাউন্ডেশন বন্ধ করে দেয়া হচ্ছে। ডাঃ জাকির নায়েক অন্যধর্মের ব্যাপারে বিদ্বেষ ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তথ্যসূত্র : বিডি নিউজ
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে