বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৮:৩৪:২১

মন্দিরে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

মন্দিরে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় এক সম্প্রীতির দৃষ্টান্তই যেন স্থাপন করলেন সেখানকার হিন্দু-মুসলিমরা। মুসলমানরা এদিন ঈদের নামাজ আদায় করলেন গণপতি মন্দিরে। তাতে সহযোগিতা করলেন সেখানকারই হিন্দুরা।

সকাল ঠিক ৭টায় মন্দিরের পার্শ্ববর্তী মাদরাসা রাহমাতিয়া তালিমুল কোরআন মসজিদের বাইরে ঈদের জামাতের আয়োজন করা হয়। মসজিতে জায়গা হচ্ছিল না। পরে আগত মুসলমানরা নামাজ আদায় করেন গণপতি মন্দিরে।

মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৩শ মুসল্লি এদিন মন্দিরের ভেতর ঈদের নামাজ আদায় করে। গত বছর ভারতের একটি মন্দিরে মুসল্লিরা ঈদের নামজ আদায় করে। যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।  

সেবা সংঘের সদস্য সন্তোষ নায়েক বলেন, এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। চার বছর আগে রোজার ঈদেও এমন ঘটনা ঘটেছিল। তখন চলছিল গণেশ উৎসব। কাকতালীয়ভাবে রোজার ঈদ এসে যায় তখন। তখনও স্থান সঙ্কুলান না হওয়ায় গণপতি মন্দিরে ঈদের নামাজ আদায় করা হয়।

তিনি বলেন, আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই শান্তিতে বাস করছি। কোনো সমস্যা হচ্ছে না। এখানে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই। তিনি বলেন, এখানে হিন্দুরা মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

সেখানের হিন্দু-মুসলমানরা কোনো রাজনৈতিক বিভাজন চায় না। শান্তিপূর্ণভাবে বাসবাস করতে চান তারা। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে