আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারনেটে গত দু’দিন ধরে তোলপাড়। শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। ‘যুবরাজ’ কি সত্যিই বিয়ে করতে চলেছেন?
বিয়ে? খুব শিগগিরই?
গুঞ্জনের ঠেলায় ইন্টারনেটে কান পাতা মুশকিল। শোনা যাচ্ছে, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধীর নাকি ‘‘অচ্ছে দিন’’ এসে গিয়েছে। তিনি নাকি অবশেষে বিয়ে করতে চলেছেন। পাত্রী উত্তরপ্রদেশের।
এ-ও ছড়িয়ে পড়েছে যে, সেই পাত্রী নাকি উচ্চশিক্ষিতা। রাহুল নিজে না সনিয়া, কে তাঁকে পছন্দ করেছেন, তা নিয়ে নানা মত ওয়েব দুনিয়ায়। যে যাঁর মতো করে তথ্য এবং ব্যাখ্যা দিয়ে চলেছেন।
শোনা যাচ্ছে, ৪৬ বছরের রাহুলের বিয়ে অগস্টের মাঝামাঝি। পাত্রী যে-ই বেছে থাকুন, ছেলের জন্য সেই মেয়ে নাকি সনিয়া গাঁধীর সাংঘাতিক পছন্দ। পাত্রী ব্রাহ্মণ নাকি পরিবারের মেয়ে। তিনি রাজীব গাঁধীর ঘনিষ্ঠ আমলাদের একজনের পরিবারের মেয়ে বলে ইন্টারনেটে দাবি করা হয়েছে।
এই খবর চাউর হতেই বিরোধীরা নেমে পড়েছে ময়দানে। রাহুলকে ‘‘বুদ্ধু’’ বলে মন্তব্য করে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করেছেন, ‘‘সূত্র থেকে শুনলাম, উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য বুদ্ধু নাকি উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণকন্যাকে বিয়ে করতে চলেছেন। আর একটি মরিয়া স্টান্ট?’’ যদিও কংগ্রেসের তরফে রাহুলের বিয়ের খবরকে ‘‘স্রেফ গুজব’’ বলে নস্যাৎ করা হয়েছে।-এবেলা
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস