আন্তর্জাতিক ডেস্ক: ঈদের আনন্দ বদলে গেল বিষাদে। ঈদের নামাজের সময় সেপটিক ট্যাংকে পড়ে গেল ১২ শিশু। পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর ঈদগাহে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঈদের নামাজের আগে অজু করতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায় ১২ শিশু-কিশোর। ইতিমধ্যে আবদুল শেখ নামে দশ বছরের এক শিশুকে উদ্ধার করা হলেও, তাকে বাঁচানো যায়নি।
দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও গ্রামবাসীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ট্যাংকে আটকে থাকা বাকি শিশুদের জন্য আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার ঈদের নামাজ পড়তে সকাল সকাল বৈষ্ণবনগরের কাছে ঝনঝনিয়া এলাকার ঈদগাহে হাজির হন মুসলিমরা। সেখানেই নামাজ পড়ার আগে ১২ শিশু অজু করতে গেলে একটি খোলা সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। তাদের প্রত্যেকেরই বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন। উদ্ধারকারীদের সঙ্গে শিশুদেরকে ট্যাংক থেকে বের করে আনার কাজে হাত লাগান গ্রামবাসীরাও। অনেক কষ্টে এখনো পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে আবদুর শেখ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস