বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ০৯:০৪:৫৯

জাকির নায়েকের অফিস ঘিরে ফেলেছে পুলিশ

জাকির নায়েকের অফিস ঘিরে ফেলেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :  জাকির নায়েকের মুম্বাইস্থ অফিস ঘিরে ফেলেছে পুলিশ। ভারতীয় পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এটা করা হয়েছে। গুলশানের জঙ্গি হামলার ঘটনায় জড়িত পাঁচ সন্ত্রাসী জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছে বলে খবর প্রকাশ করে বাংলাদেশের কয়েকটি পত্রিকা। এমন খবর প্রকাশের প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হলো।

এ বিষয়ে মুম্বাইয়ের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দক্ষিণ মুম্বাইয়ের ডোনগ্রি এলাকায় জাকির নায়েকের 'ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের' বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এটা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কোনো হুমকি বা রাজ্য কিংবা কেন্দ্র থেকে বিশেষ কোনো নির্দেশনা পাইনি। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়ানোর জন্য এটা করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দিল্লিতে সাংবাদিকদের বলেছিলেন, জাকির নায়েকের লেকচার উদ্বেগজনক।  তার বিষয়ে পর্যালোচনা করা হবে। প্রসঙ্গত,গুলশানে হামলার পরে কিছু মিডিয়া জাকির নায়েকের বিষয়ে খবর প্রকাশ করে।

দুই জঙ্গি নাকি তার ভক্ত ছিলো। এই খবরে ভারত নড়েচড়ে ওঠে। জাকির নায়েকের বক্তব্য বিশ্লেষণ করার দাবি ওঠে। পরে মন্ত্রী কিরেন বলেন, বাংলাদেশ দাবি জানালে আমরা জাকির নায়েককে নিষিদ্ধ করব।

এই বক্তব্যর পরে এবার দেখা গেলো জাকির নায়েকের অফিস ঘিরে ফেলেছে ভারতীয় পুলিশ।  
 ৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে