বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ০৯:৩৯:০৪

যাত্রা পালায় গান গাইতে চান মন্ত্রী!

যাত্রা পালায় গান গাইতে চান মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: তিনি অনেক ধরণের গানই গেয়েছেন কিন্তু সংগীত জীবনে তাঁর যাত্রাপালার গান গাওয়া হয়নি৷বাগবাজারের ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে এ বছরের ‘যাত্রা দর্পণ’ পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে এই আক্ষেপ শোনা গেল রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার এই পত্রিকা প্রকাশ করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীলবাবু। সেখানেই ইন্দ্রনীলবাবু তাঁর এই ইচ্ছা প্রকাশ করেন।

এদিন অরূপ বিশ্বাস বলেন, আমরা চাই টেলিভিশন বা সিনেমাকে পিছনে ফেলে যাত্রাপালা তার নিজগুণেই অনেক এগিয়ে যাক। গত চারবছরে যাত্রাশিল্পের যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা বাংলাকে সেরা করার কাজে এগিয়ে চলেছি। যাত্রাশিল্পও সেই প্রচেষ্টায় শামিল হয়েছে।-কলকাতা২৪
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে