আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৯১ শতাংশ নাগরিক মনে করেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস আগামী পাঁচ বছরের মধ্যে গোটা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠবে। ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ইউরোপে আরও ঘটবে বলেও তারা মনে করেন। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
থিংক ট্যাংক সাজাজাদভেজ ফাউন্ডেশন চলতি বছরের এপ্রিলে ‘প্রকল্প ২৮’ নামের একটি সমীক্ষা চালায়। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে গণভোট হওয়ার পর ‘প্রকল্প ২৮’র ফলাফল প্রকাশ করা হল। সেই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ শতাংশ মনে করেন, প্যারিস হামলার মতো আরও ঘটনা ইউরোপের অন্যান্য দেশে সত্যিই ঘটতে পারে। আর ৫০ শতাংশ মনে করেন এ ধরণের ঘটনা ঘটার আশংকা রয়েছে। তবে এই জাতীয় হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন গবেষণায় অংশগ্রহণকারীদের মাত্র ১৩ শতাংশ।
ফ্রান্স এবং বেলজিয়ামে আলাদা জঙ্গি হামলায় ১৮০ ব্যক্তি নিহত হওয়ার জের ধরে গোটা ইউরোপ যখন উচ্চ সতর্কাবস্থায় রয়েছে তখন এই চাঞ্চল্যকর গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।-কলকাতা২৪
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস