আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানি উত্তর বাগদাদের একটি শিয়া দরগায় জঙ্গি হামলা৷ প্রশাসন সূত্রে খবর, শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০ এবং আহত অর্ধশতাধিক৷ সৈয়দ মোহাম্মদ বিন আলী আল হাদী দরগায় এই বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।
এর আগে গত শনিবার বাগদাদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বাগদাদের কারাদার ব্যস্ত এলাকায় একটি শক্তিশালী বোমা দিয়ে এই হামলা করা হয়। শিয়া অধ্যুষিত এলাকাটিতে শনিবার রাতের বাজারে ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত ছিল।
রোববার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা ছিল।
শনিবারের ভয়াবহ হামলার পর ৮০ কিলোমিটারের মধ্য বৃহস্পতিবার আবারো শক্তিশালী বোমায় কেঁপে উঠলো বাগদাদ।
৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস