আন্তর্জাতিক ডেস্ক : ফের মার্কিন নৌবহরের কাছাকাছি রাশিয়ান যুদ্ধ জাহাজ। পূর্ব ভূমধ্যসাগরে চলতি সপ্তাহে মার্কিন নৌ জাহাজের খুব কাছে রুশ যুদ্ধজাহাজকে ঘোরাফেরা করতে দেখা যায়। যা নিয়ে নতুন করে রীতিমত চাপে রুশ-মার্কিন সম্পর্ক। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সেনা অফিসাররা। একই সঙ্গে বিষয়টিকে আক্রমণাত্বক বলেও বর্ণনা করেছে।
এক বিবৃতিতে মার্কিন ইউরোপীয় কমান্ড বলেছে, রুশ যুদ্ধ জাহাজ দ্য ইউরোস্ল্যাভ মাদ্রি বৃহস্পতিবার অপ্রয়োজনে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইউএসএস জাচিন্টোর খুব কাছে চলে আসে।
সংবাদসংস্থা এএফপি’র কাছে পাঠানো ওই বিবৃতিতে আরও বলা হয়, উন্মুক্ত সাগরে রুশ জাহাজটি মার্কিন জাহাজের খুব কাছে অপ্রয়োজনে চলে আসে, যা ছিল আক্রমণাত্মক ও অদ্ভূত। তবে বিবৃতিত দাবী করা হয়েছ, রাশিয়ার যুদ্ধজাহাজের জন্যে কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি মার্কিন যুদ্ধজাহাজটিকে।
প্রসঙ্গত, ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্যে ২০১৪ সালের আগস্টে পূর্ব ভূমধ্যসাগরে সান জাচিন্টোকে মোতায়েন করা হয়। গত কয়েকবছর ধরে সেখানেই রয়েছে সেটি। কিন্তু নতুন করে রাশিয়ার কার্যকলাপে তৈরি হয়েছে জটিলতা।
উল্লেখ্য, গত কয়েকমাস আগে একইভাবে মার্কিন রণতরীর খুব কাছ থেকে উড়ে যায় রাশিয়ান সুখোই। যা নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। -কলকাতা২৪
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম