আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাসে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই শহরে বিক্ষোভের মধ্যে স্নাইপার রাইফেলের গুলিতে তারা নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৭ পুলিশ কর্মকর্তা।
পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর এই ঘটনা ঘটল। দুই কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে শহরে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর এ গুলি ছোড়া হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, বিক্ষোভ চলাকালে দুই স্নাইপার্স একটি উঁচু স্থান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
লুসিয়ানা রাজ্যে গত মঙ্গলবার (৫ জুলাই) ব্যাটন র্যাগ শহরে একটি দোকানের সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় আফ্রিকান আমেরিকান এল্টন স্টারলিং।
পরদিন বুধবার (৬ জুলাই) লুসিয়ানা রাজ্যে আরেক কৃষ্ণাঙ্গ যুবক ফিলান্ডো ক্যাসটাইলকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম