আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে ভেস্তে গিয়েছে। সম্বন্ধ করে বিয়ে নয়। এ হতে পারত একেবারে গভীর প্রেমের প্রজাপতি-পরিণতি। কিন্তু হল না। দায়ী এক এবং একমাত্র নরেন্দ্র দামোদরদাস মোদি!
বিয়ে ভাঙলেন তিনি? কোনও সন্দেহ নেই। কথার খেলা নয়। নামও একেবারেই ঠিক আছে। যাঁর জন্য একটি বিয়ে ভেঙে চুরমার হয়ে গেল, একটি মধুর সম্পর্ক তিক্ততায় দাঁড়ি টানল, তাঁর নাম নরেন্দ্র দামোদরদাস মোদি। ভারতের প্রধানমন্ত্রী। অথচ, তিনি যে এত বড় সর্বনাশ করলেন, সেটা কি প্রধানমন্ত্রী নিজে জানেন? সম্ভবত না। জানার কথাও নয়। কী হয়েছে ঘটনা?
জানা গেছে, পাত্র ছিলেন দিল্লির এক ব্যবসায়ী, পাত্রী সরকারি কর্মচারী। দু’জনের মধ্যে প্রেমকে পরিণতি দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল পুরোদমে। কেনাকাটা, বন্ধুবান্ধবদের বলা, সবই চলছিল। পাত্র-পাত্রী ঠিক করেছিলেন, বিয়ের খরচ তাঁরা ভাগাভাগি করবেন। সবই ঠিকঠাক এগোচ্ছিল।
খরচ কত হবে, সে হিসেবই কষতে বসেছিলেন সকলে। সেখানেই কথা ওঠে দেশের অর্থনীতি নিয়ে। আলোচনা হয় অর্থনৈতিক উন্নয়ন নিয়ে। শুরু হয় পাত্রপাত্রীর মধ্যে তুমুল তর্কাতর্কি। যা শেষ পর্যন্ত গড়ায় প্রবল ঝগড়ায়। এবং শেষ পর্যন্ত দু’জনে বিয়েটাই ভেস্তে দেন। প্রধানমন্ত্রী কি জানেন এই বিচ্ছেদের কথা? -এবেলা
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম