আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার গুলশানে ও শোলাকিয়ার ঈদগাহ মাঠে জঙ্গি হামলার ঘটণা ঘটে। বাংলাদেশে জঙ্গি হামলার বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন ডাঃ জাকির নায়েক।
জঙ্গি হামলার বিষয়ে তিনি পবিত্র কোরআনের আয়াত তুলে ধরে এই ঘটণার নিন্দা জানিয়েছেন। একটি ভিডিও বার্তা দিয়ে তিনি সবাইকে জঙ্গিদের বিপক্ষে অবস্থান নেয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুক পেইজে এই ভিডিও আপলোড করেছেন তিনি। ডাঃ জাকির নায়েক ভিডিওতে তিনি কুরআনে সূরা মায়িদার একটি আয়াত উল্লেখ করে বলেন, ‘যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করল সে যেন সব মানুষকেই হত্যা করল এবং যে কারো জীবন রক্ষা করল সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল।’
এর পরে গুলশানে হামলার ঘটণায় নিন্দা জানান তিনি। ইসলামি বক্তা জাকির নায়েক বলেন, মানুষ হত্যা করে ইসলামের পথে রয়েছে বলে যদি কেউ দাবি করে তবে সেটা একদমই কোরআনের পরিপন্থী। ভিডিও বার্তা তিনি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান।
প্রসঙ্গত, গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দিল্লিতে সাংবাদিকদের বলেছিলেন, জাকির নায়েকের লেকচার উদ্বেগজনক। তার বিষয়ে পর্যালোচনা করা হবে। প্রসঙ্গত,গুলশানে হামলার পরে কিছু মিডিয়া জাকির নায়েকের বিষয়ে খবর প্রকাশ করে।
দুই জঙ্গি নাকি তার ভক্ত ছিলো। এই খবরে ভারত নড়েচড়ে ওঠে। জাকির নায়েকের বক্তব্য বিশ্লেষণ করার দাবি ওঠে। পরে মন্ত্রী কিরেন বলেন, বাংলাদেশ দাবি জানালে আমরা জাকির নায়েককে নিষিদ্ধ করব।
এই বক্তব্যর পরে এবার দেখা গেলো জাকির নায়েকের অফিস ঘিরে ফেলেছে ভারতীয় পুলিশ। পরে দেখা গেলো তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন।
৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর