শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ০৩:৩৪:০১

জাভাদ্বীপে ঈদের ছুটিতে ৩ দিনের ভয়াবহ যানজটে আটকা পড়েছে ১০ হাজার গাড়ি, ১২ যাত্রীর মৃত্যু

জাভাদ্বীপে ঈদের ছুটিতে ৩ দিনের ভয়াবহ যানজটে আটকা পড়েছে ১০ হাজার গাড়ি, ১২ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ যানজটের কবলে পড়েছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। টানা তিন দিন ধরে যানজটে আটকে পড়ে অন্তত ১২ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের কয়েকজন শিশু। জাভা দ্বীপের ব্রেবেস শহরের রাস্তায় দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে অন্তত ১০ হাজার গাড়ি আটকে রয়েছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশটিতে ঈদের ছুটির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিবছরই ঈদের শুরু ও শেষে যানজট ভয়াবহ আকার নেয়। ছুটি কাটাতে বাড়ি ফেরা ও ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার রাস্তায় শুরু হয় যানজট।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যানজটে দীর্ঘ সময় আটকে পড়া প্রত্যেকেই ক্লান্তিতে ভূগছেন। গরমের কারণে বহু যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন৷ ঈদের তিনদিন আগে থেকেই জাভা দ্বীপের ব্রেবেস শহর যানজটের কবলে পড়েছে। সড়কের দু পাশে বাজার বসায় এই যানজট হচ্ছে। জমির অভাব থাকায় রাস্তা চওড়া করার কোনও সুযোগ নেই। প্রতিবছরই ঈদের ছুটিতে ভয়াবহ ট্রাফিক জ্যামের কবলে পড়ে ইন্দোনেশিয়া৷ দুর্ঘটনা ও যানজটের কারণে মৃত্যুও হয়ে অনেকের।
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে