আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার এবং আরো কিছু মহল মারাত্মক কিছু অভিযোগ আনতে যাচ্ছে বলে সে দেশের মিডিয়ায় আভাস দেয়া হচ্ছে। গুলশান কিলিংয়ে জড়িত কেউ কেউ জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে সন্দেহ করেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
বৃহস্পতিবারই মুম্বাইয়ে তার প্রতিষ্ঠানের অফিস নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। দেশে ফিরলেনই তাকে গ্রেফতার করা হতে পারে বলে অনেকে ধারণা করা হচ্ছে।
অনেকে বলছেন, তার বক্তব্যের অংশবিশেষ বা বিকৃতি করে প্রকাশ করে ক্ষোভ বাড়ানোর চেষ্টা হচ্ছে। জাকির নায়েক নিজেও বলেছেন, তার বক্তব্য বিকৃত করা হচ্ছে।
ভারতের একটি পত্রিকায় তার কথিত বলে কিছু উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে-
১. মুসলিম পুরুষদের অধিকার রয়েছে মহিলা ক্রীতদাসের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার।
২. বালিকাদের স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে থেকে বেরনোর সময় নষ্ট হয়ে যায় মেয়েদের নারীত্ব। স্কুলগুলো বন্ধ করে দেয়া দরকার। ছাত্রীদের অলঙ্কার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত স্কুল কর্তৃপক্ষের।
৩. পশ্চিমের দেশগুলিতে মহিলাদের স্বাধীনতার নামে মা ও মেয়েদের বিক্রি করা দেয়া হচ্ছে।
৪. পত্নীর গায়ে হাত তোলা মুসলিম ধর্মে খারাপ কাজ নয়।
৫. কোরআন এবং সুন্না অনুসারে সমকামীদের হত্যা করা উচিত।
৬. ওসামা বিন লাদেন ৯/১১ ঘটনায় জড়িত ছিল না। ওই ঘটনা আমেরিকার অভ্যন্তরীণ বলে দাবি করেছেন মুম্বই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান জাকির নায়েক।-নয়া দিগন্ত
৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর