আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুই পরাশক্তি চীন ও আমেরিকা। চীন-আমেরিকা মুখোমুখি, পরিসংখ্যানে দেখে নিন-সামরিক শক্তিতে এগিয়ে কে? দুই দেশের সামরিক সরঞ্জামের বিভিন্ন দিকে তুলে ধরা হলো।
ইউএসএ
স্থল বাহিনী
* ট্যাংক : ৮৮৫৪
* সাঁজোয়া যুদ্ধ যান : ৪১০৬৫
* স্বয়ংক্রিয় বন্দুক : ১৯৩৪
* চলমান বড় কামান : ১৩০১
* বহুমুখী রকেট নিক্ষেপক সিস্টেম : ১৩৩১
বিমান বাহিনী
* মোট বিমান (যুদ্ধ) : ১৫,২৯৩
* যুদ্ধ বিমান (ফাইটার) : ২২০৭
* আক্রমণকারী বিমান : ২৭৯৯
(ফিক্সড উইং)
* পরিবহন বিমান : ২৮১১
* প্রশিক্ষণ বিমান : ২৮১১
* হেলিকপ্টার : ৬১৯৬
* আক্রমণকারী হেলিকপ্টার : ৯২৩
নৌবাহিনী
* মোট নৌজাহাজ : ৪৭৫
* বিমানবাহী ক্যারিয়ার : ২০
* ফ্রি গেট : ১০
* ডেস্ট্রয়ার : ৬৩
* সাবমেরিন : ৭৩
* কোস্টাল প্রতিরক্ষা জাহাজ : ১৩
* মাইন অপসারণ জাহাজ : ১১
চীন
স্থলবাহিনী
* ট্যাংক : ৯১৬২
* সাঁজোয়া যুদ্ধযান : ৪৭৯১
* স্বয়ংক্রিয় বন্দুক : ১৭১২
* চলমান বড় কামান : ৬২৪৯
* বহুমুখী রকেট নিক্ষেপক সিস্টেম : ১৭৭৩
বিমানবাহিনী
* মোট বিমান (যুদ্ধ) : ৫০৪৮
* যুদ্ধবিমান (ফাইটার) : ১০৬৮
* আক্রমণকারী বিমান : ১৩১১
(ফিক্সড উইং)
* পরিবহন বিমান : ৮৭৭
* প্রশিক্ষণ বিমান : ৩৫৩
* হেলিকপ্টার : ৯০৯
* আক্রমণকারী হেলিকপ্টার : ১৯৮
নৌবাহিনী
* মোট নৌজাহাজ : ৯৭২
* বিমানবাহী ক্যারিয়ার : ০১ (আরও ২টি নির্মাণ চলছে)
* ফ্রিগেট : ৪৮
* ডেস্ট্রয়ার : ২৫
* সাবমেরিন : ৬৯
* কোস্টাল প্রতিরক্ষা জাহাজ : ১২
* মাইন অপসারণ জাহাজ : ৬
পরমাণু বোমার বহর
ইউএসএ
* কার্যকর পরমাণু বোমা : ২১০৪
* মোট পরমাণু বোমা : ৭৩১৫
আমেরিকা তার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় ১৯৪৫ সালের ১৬ জুলাই।
চীন
* কার্যকর পরমাণু বোমা : ২৫০
চীন তার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় ১৯৫৪ সালের ১৬ অক্টোবর।
প্রতিরক্ষা বাজেট
ইউএসএ
$ ৬৮৯৫৯১০০০,০০০
চীন
$ ১২৯,২৭২,০০০,০০০
সক্রিয় সামরিক জনশক্তি
ইউএসএ
* ১,৪৭৭,৮৯৬
চীন
* ২,২৮৫,০০০
চীনের জনসংখ্যা ১৩৫,৭৩,৮০,০০০
পক্ষান্তরে আমেরিকার জনসংখ্যা ৩,২০,২০,০০০।
চীনের সক্রিয় সামরিক জনশক্তি ২৩,৩৭,০০০ পক্ষান্তরে আমেরিকার সক্রিয় সামরিক জনশক্তি ১৪,৩০,০০০। চীনের রিজার্ভ সামরিক জনশক্তি ২৩,৫০,০০০ পক্ষান্তরে আমেরিকার ১১,১০,০০০।- নয়া দিগন্ত
১১ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর