আন্তর্জাতিক ডেস্ক : ফেরার কথা থাকলেও আপাতত ভারত ফিরছেন না খ্যাতনামা ইসলাম প্রচারক জাকির নায়েক। সোমবার সকালে মুম্বাই ফেরার কথা থাকলেও তিনি তা বাতিল করেছেন। তাহলে কোথায় যাচ্ছেন জাকির নায়েক?
আগামীকাল মঙ্গলবার মুম্বাইতে তার একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তাও হচ্ছে না। তবে স্কাইপের মাধ্যমে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমসসহ ভারতের গণমাধ্যমগুলো।
বর্তমানে জাকির নায়েক সৌদি আরবে অবস্থান করছেন। ইসলামের তীর্থভূমি এ দেশটি জাকির নায়েককে ইসলামের সেবার জন্য গতবছর দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে।
জাকির নায়েকের অফিস সিএনএন-নিউজ১৮ কে জানান যে, পবিত্র মদীনা নগরী থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।
পুলিশ সূত্র একই তথ্য জানিয়েছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।
গুলশানে নিহত দুই জঙ্গি জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার আজ পিস টিভি বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করেছে।
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সন্তাসবাদের অভিযোগে যেসব তরুণকে ভারত সরকার গ্রেপ্তার করতে চায় তাদের কেউ জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ বা প্রভাবিত হয়েছেন বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।
হিন্দুস্তান টাইমস জানায়, ২০০২-২০০৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণের পরও জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রসাবাদের অভিযোগ ওঠে। এ নিয়ে মুম্বাইয়ের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাননি তারা।
সে সময় জাকির নায়েককে জিজ্ঞাসাবাদকারী এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, তারপর থেকেই জাকির নায়েকের ওপর অব্যাহত নজরদারি রাখে গোয়েন্দা সংস্থাগুলো।
এদিকে জাকির নায়েক ভারতে ফেরামাত্র তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু মৌলবাদী শিব সেনা। ক্ষমতাসীন বিজেপিএ এ দাবিতে একাট্টা।
জাকির নায়েক বলেছেন, তাকে নিয়ে যে হইচই চলছে সেটা নিরসনে ভারত সরকারের পক্ষ থেকে কেউ তার সাথে যোগাযোগ করেনি।
তিনি বলেন, এখন পর্যন্ত ভারত সরকারের একজন কর্মকর্তাও আমার সাথে এ ইস্যুতে যোগাযোগ করেনি। সন্ত্রাসবাদ নিয়ে ভারত সরকারের সাথে সহযোগিতা করতে আমার বরং ভালো লাগবে।
জাকির নায়েক খুব শিগগিরই আফ্রিকার দেশগুলো সফরে যাবেন বলে জানিয়েছেন।
জাকির নায়েকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আফ্রিকা সফর তার পূর্বনির্ধারিত। সূত্র : ফার্স্টপোস্ট
১১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম