আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিমান হামলায় নিহত হয়েছে ২০ জন ভারতীয়। নিহতরা সাধারণ মানুষ ও মৎস্যজীবী। জ্বালানি মাফিয়াদের উপর হামলা চালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সোমবার একই হামলায় ইয়েমেনের রাজধানী সানায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে চলছে এই বিমান হামলা।
শুক্রবারের বিমান হামলা সবথেকে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে। প্রায় ১০,০০০ সেনা এই হামলায় যোগ দিয়েছে।
দুটি নৌকাকে লক্ষ্য করে বিমান থেকে গুলি চলতে শুরু করে। আল খোখা নামে একটি বন্দরের কাছে এই ঘটনা ঘটে। এই বন্দর ভারতীয়রাই মূলত ব্যবহার করে বলে জানা গেছে।
০৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস