আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছরের ছোট্ট মেয়েটি পড়া পারেনি। পড়তে পারেন অক্ষর। তার জন্য এই শাস্তি! যা শুনলে গা শিউরে উঠবে। আর শাস্তিদাতা কে? মেয়েটির নিজের বাবা! পড়া না পারায় মেয়েকে পিঁয়াজ খেতে বাধ্য করে বাবা। ছোট্ট মেয়ে পার্নি। শ্বাসরোধ হয়ে মারা যায় সাথে সাথে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। অভিযুক্ত সঞ্জয় কুটে (৩০)-কে গ্রেপ্তার করেছে চিখালথানার পুলিশ।
ঘটনার তদন্তকারী অফিসার এস বি রাঠোর আজ জানান, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ওইদিন নিজের মেয়ে ভারতীকে পড়াচ্ছিল সঞ্জয়। সেইসময় অক্ষরগুলো পড়তে পারেনি ছোট্ট ভারতী। তাতেই রেগে আগুন হয়ে যায় সঞ্জয়। মেয়েকে মারধর করে। তাতেই ক্ষান্ত হয়নি সে। শাস্তি হিসেবে ভারতীকে একটি পিঁয়াজ গিলতে বাধ্য করে। জোর করে মুখে পিঁয়াজ ঠুসে দেয় সে। গলায় আটকে যায় পিঁয়াজ। শ্বাস নিতে পারেনি ভারতী। কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়ে সে। ভারতীর মা মেয়েকে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখেও কিছু করতে পারেননি।
আরও আছে। পুলিশ সূত্রে খবর, মেয়ের মৃত্যুর পরও কোনওরকম অনুশোচনা হয়নি সঞ্জয়ের। ঘটনা চাপা দিতে কাছাকাছি এক জায়গায় নিয়ে দিয়ে দেহ পুঁতে দেয় সে। এরপর আর চুপ থাকতে পারেননি ভারতীর মা। তিনি বিষয়টি আত্মীয়দের জানান। তারপরই তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গতকাল রাতে সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ।-ইন্ডিয়া.কম
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই