আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার হাউজিং কমিটি, যুব ও ক্রীড়া কমিটি জানিয়েছে, মালয়েশিয়ায় ফাস্ট ফুড এবং সুপারমার্কেটে কর্মজীবী নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়েছে।
হাউজিং কমিটি এবং যুব ও ক্রীড়া কমিটির সভাপতি 'ডাটুক আবদেল ফাত্তাহ মাহমুদ জানিয়েছে, নতুন এই আইন শুধুমাত্র চাকুরীজীবী নারীদের জন্য প্রযোজ্য এবং অমুসলিম নারীদের এই আইনের অধীনে আনা হয়নি। তবে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা (অমুসলিম নারী) যেন উপযুক্ত পোশাক পরিধান করে।
তিনি বলেন, নতুন এই আইন বাস্তবয়ের পূর্বে সুপারমার্কেটসমূহ এবং ব্যাবসায়িক কার্যনির্বাহকদের সাথে এক বৈঠকের মাধ্যমে এই প্রস্তাব দেও হয় এবং তারা সকলেই কর্মজীবী নারীদের জন্য উপযুক্ত ইউনিফর্মের প্রস্তাবে সম্মতি প্রদান করেন।
ফাত্তাহ মাহমুদ আরো বলেন, বর্তমানে নতুন এই আইন শুধুমাত্র মালয়েশিয়ার "কিলান্টান" প্রদেশে চাকুরীজীবী নারীদের জন্য বাস্তবায়ন করা হয়েছে। আশাকরি এ ব্যাপারে সমাজের বিভিন্ন লোকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়।
তিনি বলেন, এই আইন বিদেশী পর্যটকদের আকর্ষণ, পর্যটক শিল্পের পরিস্ফুটন এবং ব্যবসা কার্যনির্বাহকদের সুবিধার জন্য গ্রহণ করা হয়েছে।
তিনি এও বলেন, যে সকল রেস্টুরেন্ট গভীর রাত পর্যন্ত খোলা থাকে, সেখানকার কর্মীদের সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য লম্বা পোশাক ব্যবহারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার সরকার।-ইকনা
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই