মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ১০:৪৭:০৪

হিজাব পরায় কর্মস্থল থেকে আইনজীবী নারীকে বহিষ্কার

হিজাব পরায় কর্মস্থল থেকে আইনজীবী নারীকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : আইন বিভাগের শিক্ষার্থী "আকিলা সিন্ধু"র হিজাব থাকার ফলে কর্মস্থল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর প্রতিবাদে তিনি জার্মানের দক্ষিণাঞ্চলের বাভারিয়ার প্রদেশের একটি আদালতে মামলা করেন এবং সর্বশেষে জার্মানের আদালত মুসলিম নারীর পক্ষে রায় প্রদান করে।

বিচারক রায়ে ঘোষণা করেছেন, আইনগত ভাবে কর্মস্থলে আকিলা সিন্ধুর হিজাব ব্যবহারে ক্ষেত্রে কোন বাধা নেই। তবে বাভারিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

আকিলা সিন্ধু জার্মানের আউগসবুর্গ ইউনিভার্সিটির আইন বিভাগ সফল শিক্ষার্থী ছিলেন। ফাইনাল পরীক্ষার পর বাভারিয়ার একটি বিচার ব্যবস্থায় ট্রেনিং শুরু করেন।  

ট্রেনিং শুরু করার কিছু দিনের মধ্যে তার নিকট একটি চিঠি আসে। চিঠিতে ব্যক্ত করা হয়, হিজাব থাকা অবস্থায় আদালতে উপস্থিত হতে পারবে না, অথবা সাক্ষীদের নিকট জিজ্ঞাসাবাদ করতে পারবে না।

এর কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়, মামলার ক্ষেত্রে হিজাবরত অবস্থায় থাকলে ধর্মীয় নিরপেক্ষতা লঙ্ঘন করা হয়।

আকিলা সিন্ধু এ ধরণের কাজকে বৈষম্যমূলক হিসেবে ব্যক্ত করে বলেন, হিজাব থাকার কারণে পূর্বেও অনেক শিক্ষার্থীকে বহিষ্কার হতে হয়েছে।
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে