বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৯:২৯:৫২

উত্ত্যক্তকারীদের জোট বেঁধে গণধোলাই দিল স্কুলছাত্রীরা

উত্ত্যক্তকারীদের জোট বেঁধে গণধোলাই দিল স্কুলছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : জোট বেঁধে উত্ত্যক্তকারীদের গণধোলাই দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে একটি স্কুলের ছাত্রীরা। পেটানোর পর চার উত্ত্যক্তকারীকে পুলিশেও দিয়েছে তারা।

দেশটির উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানা এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার একটি চা দোকানে বসে একদল তরুণ বেশ কিছু দিন ধরে স্কুলছাত্রীদের লক্ষ্য করে নানা ধরনের অশালীন কথা বলে আসছিল।

মঙ্গলবার সকালে ওই তরুণরা একই কাজ করলে একদল ছাত্রী প্রতিবাদ জানায়। তখন তাদের হুমকি দেয় ওই তরুণরা।

এরপর স্কুলছাত্রীরা দল বেঁধে এসে ওই তরুণদের উপর চড়াও হয়। তা দেখে আশপাশের নারীরাও বাড়ি থেকে বেরিয়ে এসে ওই উত্ত্যক্তকারীদের পেটানো শুরু করে।

এরপর তারা চার তরুণকে ধরে জগদ্দল থানায় দিয়ে আসে। ওই তরুণরা কাছের একটি আয়ুর্বেদীয় কলেজের শিক্ষার্থী।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে