শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০৯:৪৪:৫২

তুরস্কের সামরিক অভ্যুত্থানে নিহত ৪২ ও গ্রেফতার ১২০

তুরস্কের সামরিক অভ্যুত্থানে নিহত ৪২ ও গ্রেফতার ১২০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সামরিক অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীতে নিহত হয়েছে ৪২ জন।

রাষ্ট্রীয় আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং প্রধানমন্ত্রী ইলদিরিম জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি ক্ষুদ্র অংশ সরকার উৎখাতে জড়িত ছিল এবং তাদের অভ্যুত্থানের চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে। পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে তুরস্কের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী আঙ্কারা ও প্রধান নগরী ইস্তাম্বুলে অভ্যুত্থানকারীরা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে শিগগিরই এরও অবসান ঘটবে।
১৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে