শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১০:৩৭:০২

এই মাত্র পাওয়া খবর, আত্মসমর্পণ করছেন তুরস্কে অভ্যুত্থানকারীরা

এই মাত্র পাওয়া খবর, আত্মসমর্পণ করছেন তুরস্কে অভ্যুত্থানকারীরা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে যে সকল সেনা সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তারা আত্মসমর্পণ করতে শুরু করেছে।

তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা ভিডিও ফুটেজের বরাতে এই খবর দিয়েছে বিবিসি।

ভিডিওতে দেখা যায়, ইস্তাম্বুলের বসফোরাস ব্রিজের কাছে অন্তত ৫০ জন সেনা সদস্য আত্মসমর্পণ করেছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, এর আগে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের কাছে আরো বেশ কিছু সেনা সদস্যকে সশস্ত্র পুলিশ সদস্যদের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে। এছাড়া অভ্যুত্থানচেষ্টাকারী সেনাদের একটি  হেলিকপ্টার ভুপাতিত করেছে সরকার সমর্থকরা।

অন্যদিকে, সরকার সমর্থক সেনা সদস্যরা প্রেসিডেন্ট ভবনের বাইরে অবস্থান নেওয়া সেনাদের ট্যাঙ্কগুলো লক্ষ্য করে এফ-১৬ জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছে।

তুরস্কের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আগের সেনা প্রধানকে বরখাস্ত করে একজন ভারপ্রাপ্ত নতুন সেনা প্রধান নিয়োগ কার হয়েছে।-বিবিসি
১৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে