আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের অভ্যুত্থানচেষ্টাকারী সেনাদের ওপর ধরপাকড় চলছে। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫৪ সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাতোলিয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তসংস্থা বিবিসি।
আনাতোলিয়া নিউজ এজেন্সি আরো জানায় যে, ২৯ জন কর্নেল এবং ৫ জন জেনারেলকেও সেনাবাহিনী থেকে অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার গভীর রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) শত শত সমর্থক রাস্তায় নামে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে আঙ্কারা ও ইস্তাম্বুলে। আকাশে উড়তে থাকে যুদ্ধবিমান। প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা ও পার্লামেন্টের কাছে বিস্ফোরণ হয়। তবে ইস্তাম্বুলে বিমানবন্দরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন এরদোয়ান। এর মধ্যেই দেশটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে উমিত দুনদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
১৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ