শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০১:০৬:২৯

তুরস্কের সেনাপ্রধান উদ্ধারের পর স্বপদে বহাল

 তুরস্কের সেনাপ্রধান উদ্ধারের পর স্বপদে বহাল

আন্তর্জাতিক ডেস্ক: উদ্ধার করা হয়েছে তুরস্কের সেনা প্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করা হয়েছে। আঙ্কারার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সামরিক বিমান বিভাগের কার্যালয় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে তুর্কি সিএনএন এর বরাত দিয়ে জানায় বিবিসি।

আংকারার আকিনসিলার সামরিক ঘাঁটি থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  
 
উদ্ধারের পর হুরুসি আকারকে পুনরায় স্বপদে বহাল করা হয় বলে জানিয়েছে হুরিয়াত ডেইলি। এর আগে তুরস্কের সেনাপ্রধানের খোঁজ নেই বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ,গুলি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন।
 
কোন দল এই ঘটনার সঙ্গে জড়িত,তা স্পষ্ট না হলেও জ্যেষ্ঠ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ৭৫৪ জনকে আটকের খবর দিয়েছে গণমাধ্যম। এখনও রাজধানী আংকারায় ও ইস্তাম্বুলের পুলিশ সদর দফতর এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানা গেছে।
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে