শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০১:৩৩:১৩

যে ৩ টি কারণে অল্প সময়ে সফল হয়েছেন এরদোগান এবং ব্যর্থ হয়েছে সেনাবাহিনী

যে ৩ টি কারণে অল্প সময়ে সফল হয়েছেন এরদোগান এবং ব্যর্থ হয়েছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেন তুরস্কের সেনাপ্রধান। আতঙ্ক নেমে আসে দেশজুড়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান।

শুক্রবার রাতে প্রেসিডেন্টের ডাকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসে সর্বস্থরের মানুষ। আর কয়েক ঘণ্টার গোলাগুলি ও আতঙ্ক শেষে সফল হয়েছেন প্রেসিডেন্ট এরদোগান, ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর কুচক্রি মহল।   

নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার তিনটি কারণ চিহ্নিত করেছেন। তারা অল্প সময়ে এরদোগানের সফল হওয়ার জন্য ৩টি কারণের কথা বলেছেন।

ইস্তানবুলের বাহচিজার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান গলনর আইবেট বিবিসি-কে বলেছেন, ‘তিনটি কারণে এই সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন, প্রথমত অপেক্ষাকৃত কমসংখ্যক সেনা এই অভ্যুত্থানে অংশ নেয়। দ্বিতীয়ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা স্পষ্ট ভাষায় এই হামলার নিন্দা করেছেন। সবশেষ কারণ হলো সাধারন জনগণ এই অভ্যুত্থানের বিরোধিতা করে রাস্তায় বেরিয়ে এসেছেন।’

উল্লেখ্য, সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে তুরস্কে। অভ্যুত্থানের কয়েকঘন্টার মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী রাজপতে নেমে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে ফিরেছেন প্রেসিডেন্ট এরদোগান। দেশটির প্রধানমন্ত্রী অভ্যুত্থানের জড়িতদের বিশ্বাসঘাতকতা আইনে বিচারের ঘোষণা দিয়েছেন।
১৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে